ফের নওশীনের ‘বিয়ে’!

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৭, ০৬:০৬ পিএম

ঢাকা : আবারো বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী নওশীন নাহরিন মৌ । তবে এই বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘কমেডি ৪২০’ ধারাবাহিক নাটকের একটি পর্বে নওশীনের বিয়ে দেখানো হবে। ফরিদুল হাসান পরিচালিত নাটকটিতে নওশীনের চরিত্রের নাম এলিনা।

গতকাল বুধবার (১২ জুলাই) দুপুরে নাটকটির শুটিং চলাকালীন নওশীন নিজের ফেসবুক আইডিতে বিয়ের সাজের একটি সেলফি প্রকাশ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘আজ এলিনার বিয়ে’।

নাটকে বধু সাজতে কেমন লাগে- জানতে চাইলে নওশীন বলেন, ‘মেক-আপ নিতে অনেকখানি সময় নষ্ট হয়। সাধারণত শুটিংয়ে আমরা ভারি মেক-আপ এড়িয়ে চলি কিন্তু বিয়ের সাজ হলে তা করা সম্ভব হয় না।’

নওশীন, এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একক নাটকের থেকে ধারাবাহিক নাটকের শুটিং অনেক বেশি করছেন বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই