শাকিবকে শুটিং করতে দেয়নি পুলিশ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৭, ০৯:৪৮ পিএম

ঢাকা: কক্সবাজারের সমুদ্রসৈকতে জঙ্গি হামলা হতে পারে- এমন আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে চিত্রনায়ক শাকিব খানের ছবির শুটিং। মঙ্গলবার (১৫ আগস্ট) উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল শাকিবের। কিন্তু শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ। 

শাকিব বলেন, যেকোনো সময় ঢাকার পথে রওনা হবেন। তাঁর সঙ্গে আছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরও অনেকেই।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, আমাদের ক্ষতি হয়ে গেল। এমনিতে সোমবার শুটিং স্পটে ছবির মূল নায়ক ঢাকা থেকে আসতে দেরি করায় আমরা শুটিং করতে পারিনি।

মঙ্গলবার সকাল থেকে শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেল না। দুই দিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। কিন্তু স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশঙ্কা করছে। তাই শুটিং বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, ঢাকার পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর সারা দেশে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, কক্সবাজারের সমুদ্রসৈকতেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। পরিস্থিতি বদলালে শুটিং করতে পারবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেএ