এফডিসিতে নেয়া হয়েছে নায়করাজের মরদেহ

  • নিজস্ব প্রতিবেক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহিত।

ঢাকা: কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মরদেহ তার কর্মস্থল এফডিসিতে নেয়া হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছু পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স এফডিসি প্রাঙ্গনে পৌঁছায়। এ সময় তার তার দুই সন্তান- বাপ্পারাজ ও সম্রাট সঙ্গে ছিলেন। 

স্বপ্নের নায়কের মরদেহটি দেখতে হাজার হাজার ভক্ত, অনুরাগি ও সহকর্মীরা ছুঁটে আসে এফডিসি প্রাঙ্গনে। তবে নায়করাজের স্মৃতিবিজরিত এই স্থানে তার কোনো জানাযা হবে না। রাজের ছোট ছেলে সম্রাট তার বাবার শেষ চাওয়ার কথা জানিয়ে বলেন, বাবা বলেছিলেন তার জানাযা যেন একটাই হয়।

এর পর সর্বস্তরের মানুষের ও রাষ্ট্রিয় সম্মাননা দেয়ার জন্য নায়করাজের মরদেহটি কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। 

সোমবার বিকেলে নিজ বাসায় অসুস্থবোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর এই মহাননায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ষাটের দশকের মাঝামাঝি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন নায়করাজ রাজ্জাক। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।

সোনালীনিউজ/ঢাকা/এআই