ফেরদৌসের কান্না থামানো গেল না

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৬:৫৯ পিএম

ঢাকা: সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এফডিসিতে প্রথম জানাজা হয় তার। এরপর নেওয়া হয় জাতীয় শহীদ মিনার। সেখোনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিয় নায়কের মরদেহ রাখা হয়। বুধবার ভোরে রাজ্জাকের মেজ ছেলে বাপ্পি কানাডা থেকে আসার পর সকালে বনানী গোরস্থানে দাফন করা হয় করা হয় নায়করাজকে।

মৃত্যুর খবর পাওয়ার হাসপাতালে ছুটে যান শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকের মতো ছুটে যান  দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসর। সবার চোখেই জল।সবাই কাঁদছে। কিন্তু ফেরদৌসের কান্না যেন থামানই গেল না। কান্নায় ভেঙে পড়েন ফেরদৌস। প্রিয় মানুষের মৃত্যুতে দারুণভাবে মুষড়ে পড়েন জনপ্রিয় এই অভিনেতা।

সোনালীনিউজ/বিএইচ