নারীদের টানছে শাকিবের ‘অহংকার’!

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০৪:৪৬ পিএম

ঢাকা: কোরবানির ঈদের প্রথম সপ্তাহে ঈদের ব্যস্ততা আর বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে থাকায় খুব ভালো ব্যবসা করতে পারেনি ‘অহংকার’ ছবিটি। তবে শাকিবের ‘অহংকার’ দেখতে মুক্তির তিন সপ্তাহ পর প্রচুর নারী দর্শকের সমাগম হচ্ছে বলে জানালেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ।

তিনি বলেন, ছবিটির ব্যবসা চাঙ্গা হওয়ায় এখন মধুমিতা সিনেমা হলে তৃতীয় সপ্তাহ চলছে। ছবিটি এখন ভালো ব্যবসা করছে।

তাইতো ঈদে মুক্তি পাওয়া ‘অহংকার’ছবিটি নিয়ে অহংকারী হয়ে উঠেছেন শাকিব খান। এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, ‘ছবিটি মুক্তির পর এটির বিরুদ্ধে নকলের অভিযোগ এবং ব্যবসা ভালো যাচ্ছে না দেখে সবার মতো আমিও হতাশ হয়েছিলাম।

কিন্তু ছবিটি ধীরে ধীরে নানা প্রতিকূলতা কাটিয়ে উঠে এখন দর্শকের মন জয় করে আরও বেশি হলে মুক্তি পাওয়ায় আমি খুবই খুশি। মানে প্রতিবারের মতো এবারও আমার ছবি সফল। আমি এই ছবির নির্মাতা শাহাদাৎ হোসেন লিটনের ২৪টি ছবিতে কাজ করেছি। তিনি খুব দক্ষ নির্মাতা। তার কোনো ছবিই এখন পর্যন্ত ফ্লপ হয়নি।’

‘অহংকার’ ঈদে মুক্তি পায় ১১৯টি সিনেমা হলে। আর তৃতীয় সপ্তাহে এসে ছবিটি এখন চলছে ১৪২টি সিনেমা হলে। এদিকে মধুমিতার পাশাপাশি বলাকা, চিত্রা মহলসহ দেশের সব সিনেমা হলে ছবিটি এখন হাউসফুল ব্যবসা করছে বলে জানিয়েছেন হল মালিকরা। 

সোনালীনিউজ/বিএইচ