বাবাকে ‘রাজাকার’ বলার প্রতিবাদে এফডিসিতে আগুন

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ১২:১৭ পিএম

ঢাকা: সম্প্রতি প্রয়াত প্রখ্যাত নির্মাতা খান আতাউর রহমানকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শোবিজের অনেকে।

এ ইস্যুতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আর এই সম্মেলন আয়োজন করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’।

সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে রয়েছেন খান আতাউর রহমানের ছেলে সঙ্গীতশিল্পী আগুন। তিনি খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলার প্রতিবাদে  বক্তব্য রাখবেন।

আগুন-খান আতাউর রহমান-নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু

সম্মেলনের সময় খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি দেখানো হবে। এই আয়োজনের আহ্বায়ক অভিনেতা ফারুক।

সম্প্রতি নিউইয়র্কে একটি সাংস্কৃতিক অভিবাসী সমাবেশে খান আতাউর রহমান সম্পর্কে নাসিরউদ্দিন বাচ্চু নেতিবাচক মন্তব্য করেন। এমনকি ‘আবার তোরা মানুষ হ’ ছবিটিকে নেতিবাচক ছবি বলেন।

সোনালীনিউজ/বিএইচ