চঞ্চলের ধারাবাহিক নাটক ‘মজনু একজন পাগল নহে’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ১০:৪৬ এএম

ঢাকা : উত্তরবঙ্গের একটি গ্রামের যুবক মজনু। একটু পাগলাটে স্বভাবের হওয়ায় এলাকার মানুষ তাকে মজনু পাগলা বলে ডাকে ও চেনে। তবে মজনু প্রাণপণ বোঝাতে চায় যে, সে পাগল নহে। কিন্তু গ্রামের লোক তাকে ঠিকই উত্তেজিত করে।

ছোটবলোয় মজনুর মা-বাবা মারা যায়। অনেক সম্পত্তি ছিল মজনুর বাবার। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। বোনের স্বামীরা মজনুর সম্পত্তি গ্রাস করার জন্য তাকে সব সময় পাগল বানিয়ে রাখতে চায় এবং চেষ্টা করে- সে যেন বিয়ে করতে না পারে। তবুও ইদানিং মজনু বিয়ে করতে ব্যাকুল। কিন্তু পাগলের সঙ্গে বিয়ে দিবে কে?

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মজনু একজন পাগল নহে’। আজ রোববার থেকে আরটিভিতে শুরু হচ্ছে এটি। সপ্তাহের প্রতি রবি, সোম, ও মঙ্গলবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, ফারহানা মিলি, মেহরীন ইসলাম নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশী, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই