শ্যামল-মৌসুমীর ‘শেষের চিঠি’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৫:৫১ পিএম
শ্যামল-মৌসুমী

ঢাকা: প্রণব সেনের এক সময় তার বিশাল জমিদারি ছিল। এখন তার বিত্ত, ক্ষমতা কিছুই নেই। কালের বিবর্তনে তার সবকিছু কোম্পানির কাছে বাঁধা পড়ে আছে। তার মেয়ে অদিতি সুন্দরী সুশিক্ষিতা।

গোঁড়ামির বেড়াজালের কারণে বার বার তার বিয়ে ভেঙ্গে যায়। শহর থেকে বড় ব্যবসায়ী প্রদীপ মুখার্জি আসে জমিদার বাড়িতে। তার সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অদিতির। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নব্য পয়সা ওয়ালা বিমল।

এমন একটি প্রেমের গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘শেষের চিঠি’। লিব্রত কুমারের রচনা ও আল আমিন বিপ্লব পরিচালনায় এটি তৈরি হয়েছে। নাটকে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা ও মৌসুমী হামিদ। এ ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ।

পরিচালক বিপ্লব জানান, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মানিকগঞ্জের বেতালি জমিদার বাড়িতে এর দৃশ্যয়ন হয়েছে। নাটকটি একটি বেসরকারি টিভির জন্য নির্মিত।

সোনালীনিউজ/বিএইচ