‘স্বপ্নজাল’ দেখাতে নানা পরিকল্পনা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ১১:৪৯ এএম

ঢাকা: ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমা। সিনেমাটি তরুণ প্রজন্মেমের কাছে পৌছে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন পরিচালক।  প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাতে নায়ক ইয়াশ রোহান ও নায়িকা পরীমণিকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজির হবেন তিনি।

২৫ মার্চ রাজধানীর ধানমণ্ডিতে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস (ইউল্যাব) দিয়ে শুরু হবে এই আয়োজন। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে নায়ক-নায়িকা, পরিচালকসহ পুরো ইউনিট। সেলিম বলেন, ‘ছবিটি সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করতেই আমাদের এ উদ্যোগ।

আমরা মনে করি, তরুণদের ছবিটির সঙ্গে সম্পৃক্ত করা গেলে এর ইতিবাচক ফল আসবে। ছবিটি দেখার আহ্বান জানানোর পাশাপাশি সবার মতামতও নেব। এর বাইরে আরো কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও যাব আমরা। তবে সেই সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।’

‘স্বপ্নজাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারতের বেঙ্গল বারতা। রোহান-পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

সোনালীনিউজ/বিএইচ