বর্ষসেরা গোলরক্ষক জার্মানীর ম্যানুয়েল ন্যুয়ের

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৬, ০৭:২৩ পিএম

সোনালীনিউজ ডেস্ক

টানা তৃতীয়বারের মতো বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস’র (আইএফএফএইচএস) বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। বার্সার গোলরক্ষক টার স্টেগেন, রিয়ালের সাবেক তারকা ইকার ক্যাসিয়াস, জুভিদের পুরোনো সৈনিক জিয়ানলুইজি বুফনের মতো বিশ্বসেরা তারকাদের পিছনে ফেলে তিনি এ পুরস্কার জেতেন।

জুভেন্টাসের ইতালিয়ান তারকা জিয়ানলুইজি বুফন দ্বিতীয় এবং বার্সার চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো হয়েছেন তৃতীয়।

ফিফাভুক্ত ৫০টি দেশের ভোটে ন্যুয়ের পান সর্বোচ্চ ১৮৮ পয়েন্ট । আইএফএফএইচএস’র দ্বিতীয় সেরা গোলরক্ষক নির্বাচিত হতে বুফনের ভাগে পড়ে ১১০ পয়েন্ট। আর তৃতীয় হওয়া ব্রাভো পান ৪৫ পয়েন্ট।

আইএফএফএইচএস’র বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে ন্যুয়ের বলেন, টানা তিনবার এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। কিন্তু আমার কাছে দলগত শিরোপা জয় বেশি গুরুত্ব বহন করে।

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই গোলরক্ষক ডেভিড ডি গিয়া ও  থিয়াবো কোর্তোয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হয়েছেন। ষষ্ঠ থেকে দশম স্থানে পেয়েছেন যথাক্রমে পিতর চেক, মার্সেলো বেরোভেরো, টার স্টেগেন, ইকার ক্যাসিয়াস এবং ড্যানিয়েল সোবাসিক।