টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সম্মেলন ১৩ এপ্রিল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৮, ০১:১৩ পিএম

ঢাকা: নাট্যকারদের স্বার্থ সংরক্ষন ও আত্ম উন্নয়নের লক্ষ্যে এক সম্মেলনের মাধ্যমে ২০১৬ সালের ২ এপ্রিল গঠিত হয় ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর কার্যনির্বাহী কমিটি।

এই কমিটি গত দুই বছরে নাটক রচনাশৈলী কোর্স, সংগঠনের কার্যালয় ভাড়া নেয়া, সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন, টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণসহ বেশ কিছু সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করে। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
 
সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটির মেয়াদ ২ বছর। সম্প্রতি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সম্মেলন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সোনালীনিউজ/বিএইচ