‘শাকিবের ‘চালবাজ’ নিয়ে চালবাজি করছেন’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৮, ০৪:১৪ পিএম

ঢাকা : এ যেন নিজ দেশে পরবাসী। সাফটা চুক্তির আওতায় যখন এপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, ওপার বাংলার জিৎ-দেবের ছবি, তখন নানা জটিলতায় শাকিব খানের ‘চালবাজ’। ঢালিউড সুপারস্টারের অভিযোগ, চালবাজ নিয়ে চালবাজি করছেন, নিজ দেশেরই কিছু অভিনেতা-নির্মাতা। পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সূচি বদলে ২৭ এপ্রিল কলকাতায় আলোর মুখ দেখছে ‘চালবাজ’।

শাকিব-শুভশ্রী জুটির মুক্তি প্রতীক্ষিত সিনেমা…’চালবাজ’। পশ্চিমবঙ্গের পরিচালক জয়দ্বীপ মুখার্জির পরিচালনায় যার কাহিনী এগিয়েছে অ্যাকশন-রোমান্টিক গল্পে।

‘চালবাজে’ বিয়ের আসর থেকে পালিয়ে লন্ডনে প্রেমিকের কাছে যান শুভশ্রী। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান প্রেমিক একজন প্রতারক। ঘটনাচক্রে তখন শাকিবের সাথে পরিচয় হয় শুভশ্রীর। এরপর তাকেসহ ভারতে ফেরেন শাকিব। তারপরই গল্পে আসে ভিন্ন এক মোড়।

চালবাজ নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজের অর্থে। ধারণা করা হচ্ছিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভারতে মুক্তির পর সাফটা চুক্তির আওতায় এদেশেও আলোর মুখ দেখবে ছবিটি। কিন্তু, শাকিব খানের অভিযোগ তার সিনেমা নিয়ে জল ঘোলা হচ্ছে।

চালবাজে শাকিব-শুভশ্রী ছাড়াও আছেন সৈয়দ হাসান ইমাম, কাজী হায়াৎ, রজতাভ দত্ত ও খরাজ মুখোপধ্যায়।

সোনালীনিউজ/এমটিআই