এফডিসির ট্যালেন্ট হান্ট

‘নতুন মুখের সন্ধানে’ নিবন্ধন শুরু ২৯ জুলাই

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০১:০০ পিএম
আমিন খান মান্নার পরে কে আসছে

ঢাকা: এফডিসির ট্যালেন্ট হান্ট আবারও শুরু হতে যাচ্ছে। নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’ নিবন্ধন শুরুর সম্ভাব্য তারিখ ২৯ জুলাই বলে জানিয়েছেন চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সবকিছু গুছিয়ে দীর্ঘ ২৭ বছর পর এটি এখন আনুষ্ঠানিকভাবে আসছে। বিষয়টি নিয়ে আগামী ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

গুলজার বলেন, ‘প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশ কিছু আনুষঙ্গিক চুক্তির জন্য আমরা কাজ করছিলাম। এগুলো এখন চূড়ান্ত। আগামী ১৪ জুলাই আনুষ্ঠানিক চুক্তি হবে এবং সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

এ পরিচালক আরও জানান, ‘নতুন মুখের সন্ধানে’ প্রচার স্বত্ব থাকছে এশিয়ান টিভির। ‘নতুন মুখের সন্ধানে’ চতুর্থবারের মতো শুরু হচ্ছে এবার। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল।

এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা। এদিকে প্রথমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এতে সহযোগিতায় আছে এফডিসি প্রশাসন।

সোনালীনিউজ/বিএইচ