সুস্থ হয়ে কাজে ফেরার আকুতি রেহানা জলির

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ০২:১৯ পিএম
রেহানা জলি

ঢাকা:  বুলবুল আহমেদের বিপরীতে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয়। প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। নন্দিত এই অভিনেত্রী  ফুসফুস ও মেরুদণ্ড ক্ষয়ে যাওয়া রোগে ভুগছিলেন। এখন অনেকটা সুস্থ।

তিনি বলেন, এখন আমি সবার সঙ্গে কথা বলতে পারি। বাসার মধ্যে হাঁটাহাঁটি করি। নিজের কাজ নিজেই করতে পারি। পুরোপুরি সুস্থ হতে আরও মাস দুয়েক লাগবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে আবার শুটিং শুরু করবো। অনেক পরিচালক আমাকে নিয়ে কাজ করতে চাইছেন। আমি বলেছি সেপ্টেম্বর থেকে কাজ করবো।

সুস্থতা কামনা করে দোয়া চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই উল্লেখ করে রেহানা জলি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম, সব এখন চিকিৎসার পিছনে ব্যয় করতে হয়েছে। আমি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই, সবাই আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন।’

রেহানা জলি দীর্ঘদিন মঞ্চ নাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়া বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সোনালীনিউজ/বিএইচ