‘পিয়া রে’ খুব খারাপ অবস্থা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৮, ০৬:০৩ পিএম

ঢাকা: কলকাতা থেকে আমদানি সিনেমা ‘পিয়া রে’ ছবির দর্শক নেই। ব্যবসায়িকভাবে তাই সেল খুব খারাপ। এমনটাই বলছিলেন বলাকা সিনেমা হল কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২ টার শো-তে নগরীর ঐতিহ্যবাহী বলাকা সিনেমাহলে গিয়ে দেখা গেছে, ডিসি ও নরমাল সবমিলিয়ে গড়ে ৫০-৬০ জন দর্শক দেখতে। বলাকা হলের ম্যানেজার মো. শাহীন  বলেন, গত তিনদিন চোখে পড়ার মতো দর্শক নেই। এই ছবি চালিয়ে হতাশ হয়েছি। এতো ভালো একটি ছবি, একেবারেই নতুন তারপরেও দর্শক দেখছে না। 

দর্শক কেন দেখছে না জানতে চাইলে মো. শাহীন বলেন, ছবিটা যে এ দেশে মুক্তি পেল এটা নিয়ে কোনো প্রচারণা নেই। দর্শক ঠিকমত জানেই না এই বিষয়ে। কলকাতার ছবি হলেও জিতের ছবি কিছুটা চলে। দেবের ছবি তেমন আসে না। ও দেশের অন্য কোনো নায়কের ছবি চলেই না! সঙ্গত কারণে সেল জানাতে চাইছি না।

রাজধানীর মিরপুরের সিনেমা হল সনি সিনেমা হলে চলছে ‘পিয়া রে’। সেখানকার মালিক মো. হোসেন বলেন, ছবির খবর ভালো না। মানসম্পন্ন ছবি কিন্তু দর্শক নেই। হাউজফুল হলে ৮০ হাজার টাকা আসে। কিন্তু গতকাল (রোববার) তিন শো মিলিয়ে এসেছে ১৫ হাজার টাকা। খুব খারাপ অবস্থা। প্রথমদিনেও দর্শক দেখেইনি। সপ্তাহের বাকি কদিন মনে হচ্ছে আরও খারাপ অবস্থা হবে।

এদিকে ঢাকার অভিসার সিনেমা হল, রাজমনি, শ্যামলী সিনেমা হল, যমুনার ব্লক বাস্টার সিনেমাস, যশোরের মনিহার, সাতক্ষীরার লাবণী সিনেমা হল, রংপুরের শাপলা এসব সিনেমা হলে চলছে ‘পিয়া রে’। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেউ ‘পিয়া রে’ ছবি ”ভালো চলছে” এমন খবর দিতে পারেননি। জানা যায়, ছবির দর্শক নেই! ভালো চলছে না। ক্ষতি পুষিয়ে নিয়ে ঈদুল আজহার ছবির দিকে তাকিয়ে আছেন।

‘পিয়া রে’ ছবির হালহকিকত জানতে কথা হয় বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়ার সঙ্গে।  তিনি বলেন, এর আগে এতো খারাপ মনে হয় কলকাতার কোনো ছবি চলেনি। ৭১ সিনেমা হলে চললেও সব জায়গায় একই অবস্থা।

তিনি বলেন, ঈদের আগে ছবি চলে না। মানুষ কেনাকাটা কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় দেশের ছবিই চলতে চায় না, আর কলকাতার ছবি তো আরও না! আগের সপ্তাহে ‘ফিদা’ মুক্তি পেয়েছে, ওটাও চলেনি। উদাহরণ টেনে বুকিং এজেন্ট সমিতির সভাপতি বলেন, গতকাল (রোববার) কাকরাইলের রাজমনি সিনেমা হলে ম্যাটিনি শোতে দর্শক ছিল মাত্র চারজন।

‘পিয়া রে’ পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি, প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির পর আবার জুটি বেঁধে ‘পিয়া রে’ ছবির মাধ্যমে হাজির হয়েছেন সোহম-শ্রাবন্তী। গত শুক্রবার (১০ আগস্ট) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে আমদানি করে ছবিটি মুক্তি দিয়েছে আরাধনা এন্টার প্রাইজ।

সোনালীনিউজ/বিএইচ