‘আসমানী’ রাতে নিজের পোস্টার লাগালেন নায়িকা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৮, ০৪:৫৭ পিএম
আসমানী পোস্টার

ঢাকা: পল্লী কবি জসীমউদ্‌দীনের লেখা কবিতার ছায়া অবলম্বনে এম এ সাখাওয়াত হোসেন নির্মিত ছবি ‘আসমানী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ নভেম্বর  শুক্রবার। এ ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুস্মি রহমান। এরই মধ্যে ছবিটির মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করেছেন পরিচালক সাখাওয়াত হোসেন।

পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ২ নভেম্বর আসমানী ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করেছি। সারা দেশে ছবিটি মুক্তির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে ছবির প্রচার শুরু করেছি। ঢাকা ও তার আশপাশে আমরা পোস্টার লাগাচ্ছি। গতকাল রাতে আমরা নায়িকা সুস্মি রহমানকে সঙ্গে নিয়ে পোস্টার লাগিয়েছি।’

সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘আমরা ছবিটির জন্য সবার কাছে দোয়া চাই। অনেক ধরনের বাধাবিপত্তি পার হয়ে ছবিটি মুক্তি দিচ্ছি। একেবারেই গল্পনির্ভর এই ছবিটি অধুনিক সময়ের একটি ছবি হয়েছে বলে আমি মনে করি। নায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত সুস্মি রহমান দুজনেই অনেক ভালো অভিনয় করেছেন। আমার পুরো টিম আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন। ছবিটি দেখে সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

নবাগত সুস্মি রহমান বলেন, ‘আমরা গত রাতে অনেক আনন্দ করে পোস্টার লাগিয়েছি। এই আনন্দটা আরো বেড়ে যাবে যদি দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন। আপনারা যদি আমার এই ছবিটি পছন্দ করেন, তা হলে আমি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। যাদের জন্য আমরা সিনেমা করি, তারা যদি সিনেমা হলে এসে ছবিটি দেখেন, তা হলেই আমাদের কষ্ট সার্থক হবে। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন।’   

সাখাওয়াত হোসেন পরিচালিত আরো একটি ছবি ‘জয় নগরের জমিদার’-এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোনালীনিউজ/বিএইচ