ফারুকের আহ্ববান

‘পাহাড় কেটে হলেও আমাকে যেতে রাস্তা করে দেন প্রধানমন্ত্রী’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮, ০৩:৩২ পিএম
অভিনেতা ফারুক

ঢাকা: ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার নমিনেশন পাওয়া নিয়ে কোন কথা হয়নি। তবে আমি বলতে পারি যে, তিনি আমাকে নিরাশ করবেন না। আমি তাকে বলব, আমার সামনে যদি পাহাড়ও থাকে তাহলে সেটা কেটে যেন তিনি আমাকে যাওয়ার রাস্তা করে দেন।’   গতকাল মনোনয়ন পত্র কিনে এমনটাই বলেছেন মিয়া ভাইখ্যাত অভিনেতা ফারুক।

কি কারণে নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেন? উত্তরে ফারুক বলেন, ‘আমার জন্মের পর যখন বুঝতে শুরু করলাম তখন থেকেই আমার নির্বাচন করার ইচ্ছা ছিল। মানুষের জীবনে অনেক ইচ্ছা থাকে। আমারও নির্বাচন করা একটা ইচ্ছা। তাছাড়া আমি প্রত্যক্ষ করেছি যে, আমার এলাকার কোনো উন্নয়ন হয়না। অথচ আমার গাজীপুর-৫ আসন আগে অনেক সুন্দর ছিল। সেই সৌন্দর্য এখন নেই। আমি আমার এলাকাটিকে সুন্দর কর সাজাতে চাই।’

চল্লিশ বছর আগেই নির্বাচনে প্রার্থী হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। কি কারণে এতদিন প্রার্থী হননি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্বাধীনতার আগে থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। সে সময় ৩৭টি মামলা হয় আমার বিরুদ্ধে। জীবন বাঁচাতে তখন উপায় না পেয়ে চলচ্চিত্রে আসি। ভাবলাম চলচ্চিত্রে আমি মানুষের কথা বলতে পারব। এই যে, মানুষের কথা বলতে গিয়ে চলচ্চিত্রের মিয়া ভাই হয়ে গেলাম। তারপর আর ছেড়ে আসতে পারিনি।’

বাংলা চলচ্চিত্রে ফারুকের জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই কি নির্বাচন করছেন? ফারুক বলেন, ‘একদম না। আমার এলাকার মানুষ অনেকদিন ধরে আমাকে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলে আসছিলেন। এখানকার মানুষ আমাকে নায়ক হিসেবে দেখেনা। কেউ মিয়া ভাই বলেন, কেউ দুলু মিয়া ডাকেন। আবার কেউ কেউ মামা, কাকা বলে সম্বোধন করেন।’

নির্বাচনে প্রার্থী এবং পরবর্তীতে জয়লাভ করেলে মন্ত্রী হওয়ার সুযোগ পেলে কোন মন্ত্রাণালয় বেছে নেবেন? স্মিত হেসে ফারুক উত্তর দেন, ‘এগুলো তো পরের ব্যাপার। আগে নির্বাচনে প্রার্থী হই তারপর দেখা যাবে। এসবক্ষেত্রে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তিনি ঠিক করে দেবেন কোন মন্ত্রণালয়ের জন্য আমি যোগ্য। তারান হালিম হয়েছে দেখে আমাকেও মন্ত্রী বানাতে হবে এমন কথা নেই। তবে তিনি আমাকে যে মন্ত্রণালয়ই দিক না কেনো আমি দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারব।’

সোনালীনিউজ/বিএইচ