স্টার জলসায় ‘মা’ নাটকের সেই ঝিলিক এখন...

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৯, ১০:৫৭ এএম

ঢাকা: সবার হয়তো মনে আছে কলকাতার ধারাবাহিক ‘মা’ এর কথা। ২০০৯ সাল থেকে সম্প্রচার শুরু হয় ‘মা’ ধারাবাহিকটির। টানা প্রায় বছর পাঁচ ধরে চলতে থাকে এটি।

ধারাবাহিকটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ছোট্ট ঝিলিক। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলো ঝিলিক।

তার জন্ম ২০০০ সালে। ৩ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। ক্লাস থ্রিতে পড়তে ‘মা’ ধারাবাহিকে অভিনয় শুরু। তিথি এখন আর ছোট্টটি নেই, সে এখন সাবালিকা।

এই চরিত্রে অভিনয় করে বহু পুরস্কারও পায় তিথি। বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয় চরিত্রটি। ‘ব্যাচেলরের বউ’ নামে একটি বাংলাদেশি নাটকেও তিনি ২০১৬ সালে অভিনয় করেন।

অভিনয় করেন বাংলাদেশের ‘হৈমন্তী’ ছায়াছবিতেও। সিরিয়ালে অভিনয়ের আগে কলকাতাতেও অনেক ছবিতে কাজ করেছিল তিথি।

বাঙালি দর্শকের কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে ঝিলিক চরিত্রটি।


সোনালীনিউজ/ঢাকা/আকন