নির্মাণে ভয় পান শাহরুখ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৬, ০৫:২০ পিএম

বিনোদন ডেস্ক

অভিনেতা কিংবা প্রযোজক যা-ই বলা হোক না কেন, তিনিই বাদশা শাহরুখ খান। বলিউডের কিং খান। অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বলিউডের এ বাদশা ক্যামেরার সামনে থেকে পেছনে আসছেন কবে? এমনই প্রশ্ন অনেক ভক্তের। আর সে প্রশ্নই সম্প্রতি মিড-ডে’র এক সাক্ষাৎকারে করা হয়েছিল শাহরুখকে। উত্তরও দিয়েছেন তিনি। বলেছেন নির্মাণে ভয় পান বাদশা। এটা বড় একটা দায়িত্ব। শুধু তাই নয়, কঠিন কাজও বটে। পাশাপাশি পরিচালনায় আসতে হলে অনেক জানাশোনার পাশাপাশি সাধনার প্রয়োজন বলে মনে করেন শাহরুখ। সে সঙ্গে দরকার আত্মবিশ্বাসও। সেটার জন্য বাদশাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরও পাঁচ বছর। শাহরুখ বলেন, ক্যামেরার পেছনে কাজ করা খুবই কঠিন কাজ। আমি নির্মাণের কথা ভাবলেই ভেতরে খ্বু ভয় হয়। আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। সেটা পূরণ করতে আরও পাঁচ বছর লাগবে। কারণ আমি জানি না কখন ‘ওকে কাট’ বলতে হয়। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফ্যান’-এর প্রচারণায় এসে সংবাদ মাধ্যমটিতে এসব কথা বলেন শাহরুখ। তিনি আরও বলেন, আমাকে দুই বা তিন বছরের একটি কোর্সে ভর্তি হতে হবে। যেখানে আমি শিখতে পারবো কিভাবে একটি গল্প দর্শকের জন্য জন্য নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকের জন্য উপস্থাপন করতে হয়। ‘ফ্যান’ ছবিটি নির্মাণ করেছেন মনীষ শর্মা। এটি নির্মাণের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ বলেন, মনীষ শর্মা ‘ফ্যান’-এর চিত্রনাট্য নিয়ে দশবছর আগে থেকে পরিকল্পনা করেছেন।  আর সাত বছর ধরে এ ছবি নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছেন। তাতেও তখন প্রযোজক আদি (আদিত্য চোপড়া) মনে করেছিলেন মনীষ নির্মাণের জন্য প্রস্তুত নন। কারণ একজন তারকাকে নিয়ে কাজ করা বড় ধরণের একটি দায়িত্ব। আদিত্য আমাকে ভালো করেই জানেন। সেজন্যই মনীষকে এ ছবি নির্মাণের এতটা সময় নিয়ে দায়িত্ব দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই