পাশের বাসার কেউ করোনা আক্রান্ত হলে করণীয়

  • ডা. মোস্তফা কামাল | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০৭:২৩ পিএম

ঢাকা: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন। এমতাবস্থায় যদি আপনার পাশের বাসা, বাড়ি বা প্রতিবেশী কেউ করোনা আক্রান্ত হন, তাহলে কী করবেন? এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন ডা. মোস্তফা কামাল-

রোগীর প্রতি দায়িত্ব
১. অস্থির বা উদ্বিগ্ন হবেন না। খেয়াল করবেন তিনি সচেতন কি-না। অযথা তাকে বিরক্ত করবেন না।
২. যদি অসচেতন হন। তবে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করবেন।
৩. প্র‍য়োজনে নিকটবর্তী হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন।
৪. যদি সচেতন নাগরিক হন, তবে নিজ থেকেই আইসোলেশনে বা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
৫. বাড়িতে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির খোঁজ-খবর রাখুন।
৬. তার খাবার লাগবে কি-না। প্রয়োজনে তাকে এসব সরবরাহ করুন। যেন তার বাইরে যেতে না হয়।
৭. কোভিড-১৯ রোগে আক্রান্ত মানেই তিনি মারা যাবেন, বিষয়টি কিন্তু এমন নয়।
৮. তিনি সুস্থ হবেন। তার সাথেই আপনার সমাজব্যবস্থা গড়ে উঠবে। তাই দায়িত্বশীল আচরণ করুন।
৯. কোভিড-১৯ আক্রান্ত রোগী ঘরে থাকলে এ রোগ সমাজে বা প্রতিবেশীর মধ্যে ছড়াবে না।
১০. এটি বায়ুবাহিত রোগ নয়। অভিশাপ বা পাপের প্রায়শ্চিত্তও নয়। এটি যে কারো হতে পারে।
১১. রোগীর মৃতদেহ থেকে করোনা ছড়ায় না। কেননা তার শরীর থেকে কোনো রস নিঃসরণ হয় না।

তাই আপনাদের একটু সচেতনতা, একটু দায়িত্বশীল আচরণই একজন কোভিড-১৯ আক্রান্ত রোগীকে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করবে।

লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার (ওপিডি), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।

সোনালীনিউজ/টিআই