এক গালে চড় মারতে নেই!

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০১৬, ১১:৫২ এএম

ছোটবেলায় হোক কিংবা বড়বেলায়। শিক্ষকের হাতে হোক কিংবা মা-বার হাতে। উত্তেজিত অবস্থায় হোক কিংবা হাসি-ঠাট্টায়─জীবনে দুয়েকবার চড় খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

আমরা হয়তো কখনোই এই চড়ের ক্রিয়া-প্রতিক্রিয়া অতোটা ভাবিইনা। হয়তো প্রতিক্রিয়া দেখাতে গিয়ে প্রতিপক্ষকে পাল্টা একটা চড় বসিয়ে দিয়েই ক্ষান্ত হই।

তবে আজও কেউ এক গালে চড় মারলে অপর পক্ষকে বলতে শোনা যায়─ এক গালে চড় মারলি কেন, বিয়ে হবে না! এটা নিছক সংস্কার নয়, এর পিছনে রয়েছে যুক্তিও।

সেই যুক্তি হল─চড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল একপাশে ঘুরে যেতে পারে এবং সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে। তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে চড় মারা কোনো ভাবেই উচিত হবে না।

সোনালীনিউজ/ঢাকা/আমা