পাটের বাম্পার ফলনের সম্ভাবনা ঝিনাইদহে

  • খালিদ হাসান, ঝিনাইদহ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৬, ০২:১৮ পিএম

চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অনুকূল থাকায় জেলায় এবার পাটের বাম্পার ফলন হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক টিটু মিয়া এবার তিন একরের বেশি জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, ‘পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হয় না। জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না।’

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের ভালো ফলন হবে।’ তিনি আরো বলেন, জেলায় এবার ২০ হাজার ৪৭০ হেক্টর জমি থেকে দুই লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই