যে দেশের রাজধানী নেই

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০৮:৫৪ পিএম

ঢাকা: রাজধানী ছাড়া আবার দেশ হয় নাকি। পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে যার কোনো রাজধানী নেই। দেশটির নাম নাউরু। 
দেশটির আরেক নাম হচ্ছে প্লিজ্যান্ট আইল্যান্ড। নামেই পরিচয়। নৈসর্গিক দৃশ্যে ভরা দেশটি পর্যটকদের মাতিয়ে তোলে।
পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোনো সরকারি রাজধানী নেই। ২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। দেশটিতে সর্বসাকুল্যে ১০ হাজার পরিবারের বাস রয়েছে। আয়তনের বিচারে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম।
চতুর্দিকে সাগর বেষ্টিত দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরুকে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল হতে হয়।

সোনালীনিউজ/আতা