সিন্ধু নদের যে চেহারা দেখলে চমকে যাবেন!

  • আন্তর্জাতিক ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৭, ০৪:০৯ পিএম

ঢাকা: এক ঝলক দেখলে চমক লাগে। যেন গিরিখাতের মধ্যে মরে পড়ে রয়েছে বিশাল ময়াল। কনকনে এই শীতে এমনই অবস্থা হয় সিন্ধু নদের। শীতের কামড়ে গতিহারা হয়ে পড়েছে এশিয়ার এই গুরুত্বপূর্ণ নদ।

হিমাঙ্কের অনেক অনেক নিচে রয়েছে কাশ্মীরের তাপমাত্রা। উপত্যকার অন্যতম অংশ লাদাখ তো আগেই জমে গিয়েছে। কখনও -১৩.৩ ডিগ্রি থেকে -১৭.০ ডিগ্রি সেলসিয়াস আগেই রেকর্ড করা হয়েছে।

উপর থেকে তোলা ছবিতে ধরা পড়েছে সিন্ধুর থমকে যাওয়া। শীতের মরশুমে এটাই পার্বত্য এলাকা দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদের ছবি। মরশুম কাটলে বরফ গলবে। ফের নিজের গতি পাবে সিন্ধু। তিব্বত থেকে যাত্রা শুরু করে ভারতের লাদাখ ভূমি পার করে পাকিস্তানে পৌঁছে গিয়েছে সিন্ধু নদ।

শীতে যেমন জমে যায় চিনের তিব্বত অংশ। তেমনই অবস্থা ভারতের কাশ্মীর উপত্যকা। সেই একই ছবি নাঙ্গা পর্বত সংলগ্ন পাকিস্তানেও। এখান দিয়েই বয়ে গিয়েছে সিন্ধু। আরব সাগরের মোহনা পর্যন্ত বাকি অংশ পাকিস্তানের সমতল এলাকা। সেখানে তুষারপাত হয়না। ফলে এখানে সিন্ধুর ক্ষীণ প্রবাহ।

সোনালীনিউজ/ঢাকা/এআই