ভয়ঙ্কর সুন্দর এক পৃথিবীর কথা

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০১৭, ০২:০০ পিএম

ঢাকা: সত্যিই সুন্দর এক জগত। যেখানে নেই কোন কোলাহল, নেই ব্যস্ততম শহরের গাড়ীর ভেপুর শব্দ। মনরম বরফ পড়া চারদিক, ঠিক স্বর্গের মত এক বিস্তৃর্ণ এলাকা। মাউটেইন ভ্রমণকারীদের জন্য এটা খুবই উপযোগী। 

শীতকালে সেখানে গেলে মিলবে চারদিকে ‘ঝড়াপাত গাছ’ ও বরফ জমা ঝর্ণাগুলো যা আপনার দৃষ্টি কেড়ে নেবে। স্থানীয়রা এটাকে বলেন ‘বরফের স্বর্গ’। দৃষ্টিনন্দন এই স্থানটি দক্ষিণ-পূর্ব উরোপের দেশ ক্রোয়েশিয়ায় অবস্থিত। 

গ্রীষ্মকালে পলিটিভেক

এটি মূলত দেশটির জতীয় উদ্যান। পলিটিভেক লেক নামক এই পার্কটি প্রাকৃতিকভাই তৈরি। হাজার বছরের এই উদ্যানটিকে দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে পুরনো হিসেবেই ধরা হয়। যা জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।

শীতকালে এখানে প্রচুর বরফ জমে, যার কারণে এখানে বহমান ঝর্ণাগুলো গতীরোধ হয়ে যায়। ফলে এখনে দারুণ এক দৃশ্য তৈরি হয়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো বরফ জমা ঝর্ণাগুলো হয় নীল। যা যে কোন পর্যটকেরই মন কাড়ে নেয়।

যা দেখতে এক কথায় রূপকথার শহরের মতই। বিখ্যাত উপন্যাসিক সি এস লুইসের সেই নারনিয়ার মতই।

বুদাপেস্টের বিখ্যাত ফটোগ্রাফার টমাস টোথ কেপলা পর্বত এলকার ১৬টি লেক ঘুরে সেই স্বপ্নীল ছবিগুলো সংগ্রহ করেছেন। চলুন ছবিতে দেখে সেই রূপকথার পলিটিভ লেক।

কার্স্ট প্রণালী যার পানির রং নীল।

টমাস এক চাঁদনী রাতে এই লেকের মনোরম দৃশ্যটি তার ক্যামেরায় ধারণ করেছেন।

মোনরম পলিটিভেক লেকটি একেবারেই অসাধরণ। বিশেষ করে এখানকার নীল বরফগুলো।

এ যেন এক বরফের চাদর, যা দ্বারা প্রকৃতিকে ঢেকে রাখা হয়েছে।

গোধূলী লগ্নে পলিটিভেকের দৃশ্য।

সূত্র: ডেইলি মেইল।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই