হাঁস পালনে ভাগ্য বদল

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০১৮, ০৩:২৬ পিএম

ভোলা : ভোলার চরাঞ্চলে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে। খামারে হাঁস পালন করে বেকারত্ব দুর করছে বেকার যুবকরা। হাঁস ও ডিম বিক্রি করে পারিবারিক অস্বচ্ছলতা দুর করছেন তারা। অল্প খরচে লাভ বেশি হওয়ায় হাঁস চাষে ঝুঁকে পড়ছেন অনেকেই।  

ভোলার ভেদুরিয়া, ভেলুমিয়া, রাজাপুর, কাচিয়া ও ইলিশা ইউনিয়রের বিভিন্ন চরের বসত বাড়ির আঙ্গিনায় এবং পতিত জমিতে গড়ে উঠেছে অসংখ্য হাসের খামার। মুনাফা, শ্রমিক মুজরি, বাসস্থান তৈরি ও খাদ্যের স্বল্পনা না থাকায় এসব চরে দিন দিন হাঁস চাষ বৃদ্ধি পাচ্ছে।

হাঁস চাষ করে বেকারত্ব দুর করার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে যুবকরা। আর তাই সহজ বিকল্প কর্মসংস্থান হিসাবে হাঁস চাষের ব্যাপক প্রসার লাভ করছে।

এ ব্যাপারে হাঁস চাষী করির জানান, হাস থেকে উৎপাদিত ডিম এবং হাঁস বিক্রির টাকায় অনেকেই নিজের ভাগ্য বদল করেছেন আর তাই একজনকে দেখে অন্যজনও ঝুঁকে পড়ছেন হাস পালনে। এভাবেই দারিদ্র্যতা দুর হচ্ছে তাদের।

এ ব্যাপারে ভোলা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার জানান, জেলা সদরে শতাধিক  হাসের খামারে অন্তত ২ লাখের অধিক হাঁস রয়েছে, যা থেকে গড়ে প্রতিনিধি এক লাখ ডিম উৎপাদিত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর