সুুন্দরের হাতছানি খুলনার পদ্মবিলে

  • জাকারিয়া হোসাইন শাওন | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৮, ০৫:৫৩ পিএম

ঢাকা : চলছে শরৎকাল। জলজ ফুলের রানী খ্যাত পদ্ম ফোটার সময়। শরতের আকাশে মেঘ-রৌদ্রের ছন্দে কখনো রোদ কখনো বৃষ্টি। এরই মাঝে খুলনার পদ্মবিলে উকি দিচ্ছে পদ্ম ফুল। দূর থেকে দেখলে মনে হবে যেনো রঙ্গের মেলা বসেছে।

ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেয়া এ স্থানটি খুলনার তেরখাদায়। খুলনার জেলখানা ঘাট পার হয়ে প্রায় ২৩ কি:মি: দূরত্বে তেরখাদা বাজার, বাজার থেকে এক কিলোমিটারের কাছে পদ্মবিলের অবস্থান। স্থানীয় ভাবে এই বিল কে ভুতিয়ার  বিল  বলা হয়।

প্রতি বছর শরতের শুরুতে পদ্ম ফোটে এখানে, থাকে দূর্গাপুজা পর্যন্ত। প্রাকৃতিকভাবেই বিলে প্রতিবছর পদ্ম ফোটে। শহরের ভ্রমণ বিলাসীরা এখানে গিয়ে বিনোদনের খোরাক পান।

সোনালীনিউজ/আরজে