খালেদা জিয়ার করুণ অবস্থা নিয়ে হতাশ আসিফ নজরুল

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৯:১৪ পিএম

ঢাকা: খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি লেখেছেন- বেগম খালেদা জিয়াকে নিয়ে আশঙ্কা। মেডিকেল বোর্ড আজ বলেছে, ‘খালেদাকে নিয়ে আশঙ্কা নেই, তবে জীবন-মৃত্যু আল্লাহর হাতে।’ এ বক্তব্য শুনে অনেক মানুষের মনে তার অবস্থা নিয়ে আশঙ্কা আরো বাড়বে।

আমি বুঝিনা কেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর এমন শোচনীয় অবস্থায় তাকে বিদেশে পাঠানো হচ্ছে না উপযুক্ত চিকিৎসার জন্য! দেশে যদি উন্নত চিকিৎসা সম্ভব হতো তাহলে মন্ত্রী, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বিদেশে যান কেন? কেন যায় এমনকি সাধারণ মানুষ?

বেগম জিয়া বন্দী ও আত্নপক্ষ সমর্থনের সুযোগহীন একজন মানুষ। মেডিকেল বোর্ড এমন একজন মানুষ সম্পর্কে কিছু মন্তব্য করেছে যার সত্যতা যাচাই করার সুযোগও নেই। তাদের বক্তব্য পড়ে মনে হচ্ছে চরম কিছু হলে সেটার জন্য সাফাই গাওয়ার পথও তারা তৈরী করে রাখলেন সম্ভবত।

বেগম জিয়ার জন্য দোয়া করি। বিশ্বাস করি, সুচিকিৎসার অভাবে মর্মান্তিক কিছু হলে এর মূল্য দিতে হবে বাংলাদেশকে।

সোনালীনিউজ/এইচএন