কর্নেল অলির ফোনালাপ ফাঁস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৫:১৬ পিএম

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভা নির্বাচন ঘিরে পুলিশের ওপর হামলা চালিয়ে বড় ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে ২০ দলীয় জোটের শরিক এলডিপির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। 

দলটির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহম্মদের সঙ্গে চট্টগ্রামের সাবেক এক ছাত্রদল নেতার ফোনালাপে ফাঁস হয়ে যায় এ পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন রহস্যের অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এ ফোনালাপ। 

আগামী ১৪ ফেব্রুয়ারি অলি আহম্মদের সংসদীয় আসন চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি পৌর সভার নির্বাচন। আর এসব এলাকায় ব্যাপক আধিপত্য রয়েছে এলডিপির। পুলিশের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায় বলে অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে অলি আহম্মদকে ফোন দিয়ে নাশকতার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত জসীম।

ফোনালাপ শুনতে এখানে ক্লিক করুন...

সোনালীনিউজ/আইএ