ছোট বোনের জন্য আলোকচিত্রীর ভূমিকায় প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৭:৪৩ পিএম

ঢাকা : বোনের সম্পর্ক আদি ও অকৃত্রিম। জন্মের পর থেকেই এই সম্পর্কের শুরু হয়। মানুষে মনের ভেতরে সব খবর, ভাল লাগা- খারাপ লাগা তার আপন বোনের চেয়ে ভালো কেউ জানে না। এই সম্পর্কটা অনেক মজার, অনেক ভালোবাসার। সেই বোনের জন্য আলোকচিত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৭ এপ্রিল তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানাও। সফরকালে কোনো এক সময় হোটেল বারান্দায় ছোটবোন শেখ রেহানার আলোকচিত্রীর ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দেশের সুপরিচিত আলোকচিত্রী ইয়াসিন কবির জয়।

শনিবার (২০ অক্টোবর) বিকাল ৩টা ১৩ মিনিটে সামাজিক মাধ্যমে ফেসবুকে ছবিটি শেয়ার করেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোকচিত্রীর ভূমিকায়। ছোটবোন শেখ রেহানাও ছবি তুলছেন । সিডনি বন্দরের দৃষ্টিনন্দন অপেরা হাউজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিটি তোলা হয়।

আশরাফুল আলম লিখেছেন, ‘দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত।’

সোনালীনিউজ/এমটিআই