পুলিশ ভাই, শ্বাস প্রশ্বাসও কী বন্ধ করে দিবো?

  • মাহবুব স্মারক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৮, ০৯:৫২ এএম

ব্যাক্তিগত জীবনে আমি কখনো পুলিশী হয়রানীর শিকার হইনি। আবার বাক্যটা এভাবেও বলা যায় যে, তারা আমাকে হয়রানি করার সুযোগ পায়নি। তবে, একবার কায়দা মতো পেয়ে, এক পুলিশ কর্মকর্তা আমাকে ৫টন ওজনের ধমক দিয়েছিলো....

ঘটনাটা কারওয়ান বাজারে। বাংলা ভিষন টিভি চ্যানেল বা সুন্দরবন হোটেল প্রান্তে রিক্সায় নেমে, সোনারগাঁও হোটেল। তারপর আবার দুই রাস্তা পার হয়ে ইটিভি। বড় বড় রাস্তা পার হবার সময় যে কী ভয় বা ভোগান্তি হয় তা কেবল ভুক্তভোগীরাই আন্দাজ করতে পারেন।

...ঢাকার এসব রাস্তা পার হতে গিয়ে এক বিদেশীকে আমাকে প্রশ্ন করেছিলো...
এসব গোলমেলে, প্রমত্তা সড়ক পারাপার বা এপার থেকে ওপারে পৌঁছবার সবচেয়ে সহজ পথ কোনটি? উত্তরে বলেছিলাম: যে প্রান্তে যাবেন, সে প্রান্তে জন্ম নেয়াই হবে রাস্তার ওপারে পৌঁছাবার উত্তম পথ!

যাক, সব রাস্তা পেরিয়ে, ইটিভির সামনের ফুটপাথ ধরে কেবল পশ্চিম দিকে এগুচ্ছি... এমনি এক পুলিশ কর্মকর্তা কানে তালা লাগা বাঁশি ফুঁ দিতে লাগলেন। আমি জায়গায় ব্রেক। বললেন, কিছু কইরেন না, নো নড়াচড়া! ভিভিআইপি মুভমেন্ট আছে!

বললাম পুলিশ ভাই, শ্বাস প্রশ্বাসও কী বন্ধ করে দিবো?! তখনই এলো পাঁচ টন ওজনের ধমক...!

চুপ থাকেন!!!

লেখাটি একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক’র ফেসবুক থেকে নেয়া।


সোনালীনিউজ/ঢাকা/আকন