সড়কে বিশৃঙ্খলা: এই দায়ভার কি রাষ্ট্র এড়াতে পারে?

  • ফেসবুক থেকে ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৩:১১ পিএম

ঢাকা: সড়কে অনিয়ম-বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেছেন ডাকসুর নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। মঙ্গলবার (১৯ মার্চ) তিনি তার ফেসবুকে “নিরাপদ সড়ক” এর জন্য আন্দোলন নিয়ে এ মন্তব্য করেন।

এসময় জনগণ আজও অনিরাপদ রাস্তায় চলে বলে দাবি করেন ভিপি নুরুল হক নুর। পাঠকদের জন্য তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।

“সারা দেশের শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক’ এর জন্য আন্দোলন করলো, সেটা দমনে রাষ্ট্রীয় সহযোগিতায় হেলমেট বাহিনী নামানো হলো।

চোখে আঙুল দিয়ে সড়ক ও পরিবহন সেক্টরের অনিয়ম-বিশৃঙ্খলাগুলো দেখানো হলো, বিনিময়ে কিছু মিথ্যা আশ্বাস দেওয়া হলো, শো-আপের জন্য কিছু কাজ করা হলো কিন্তু আমরা জনগণ আজও অনিরাপদ রাস্তায় চলি!

এই দায়ভার কি রাষ্ট্র এড়াতে পারে?”


সোনালীনিউজ/ঢাকা/আকন