১০ ভাগ মানুষ থাইরয়েডে আক্রান্ত

  • স্বাস্থ্য ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০১৬, ১১:৩৯ এএম

আজ বিশ্ব থাইরয়েড দিবস। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ডায়াবেটিসের পরে সবচেয়ে থাইরয়েডের প্রাদুর্ভাব বেশি।

কিন্তু সরকারিভাবে এই সমস্যায় আক্রান্ত রোগীর কোন পরিসংখ্যান না থাকলেও, চিকিৎসকরা বলছেন ১০ ভাগেরও বেশি  মানুষ কোন না কোন থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন। তাই এখনি এই বিষয়ে গুরুত্ব দেয়ার দাবি তাদের। 

নাসিমা বেগম। পাঁচ বছর ধরে ভুগছেন, থাইরয়েডের সমস্যায়। হঠাৎ সমস্যা প্রকোট হলে, ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। 

থাইরয়েড শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থী, যা দুটি হরমোন তৈরি করে। এর মাত্রা বেশি বা কম হলেই, দেখা দেয়া দেয় নানা জটিলতা। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসের পর, মানুষ সবেচেয়ে বেশি ভোগেন থাইরয়েডের নানা সমস্যায়।

অনেকে জন্মগতভাবেই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। এর একটি বড় কারণ, গর্ভবতী মায়ের আয়োডিনের অভাব। 

তাই বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা থাকুক বা না থাকুক সবার উচিৎ পরীক্ষা করে, এ রোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া। 

স্বাস্থ্যমন্ত্রী জানালেন, থাইরয়েড সমস্যা মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। উপজেলা পর্যায়ে থায়রয়েড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

থাইরয়েডের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয়বহুল হওয়ায়, দেশে কত মানুষ এ সমস্যায় ভুগছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছেও। 

সোনালীনিউজ/ঢাকা/আমা