ইউনিভার্সেল মেডিকেলে ‘ফ্রি কিডনি ক্যাম্প’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৭:৩১ পিএম

ঢাকা: ১১ মার্চ বিশ্ব কিডনি দিবস। এ উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘ফ্রি কিডনি ক্যাম্প’। যেখানে স্বণামধন্য নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট ও ভাসকুলার সার্জনগণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন। 

আগামী ১১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতাল ক্যাম্পাসে (মহাখালী ফ্লাইওভার সংলগ্ন) এই ক্যাম্প চলবে।

সোমবার (৮ মার্চ) হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগীদের বিনামূল্যে কিডনি বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন ইউরোলজিষ্ট মেজর জেনাঃ প্রফেসর ডাঃ মোঃ শহীদুল ইসলাম, কিডনি রোগবিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ রানা মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক (ইউরোলজী) ডাঃ আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক (নেফ্রোলজী)ডাঃ মাকসুদা বেগম মনি এবং কার্ডিওভাসকুলার সার্জন ডাঃ কাজী নুরুল হাসান।  

এছাড়া ক্যাম্পে আসা রোগীগণ সেদিন হাসপাতালের পক্ষ থেকে সকল পরীক্ষায় ৩৫% ছাড় পাবেন।

ফ্রি কিডনি ক্যাম্প-এ রেজিষ্ট্রেশনের জন্য :০৯৬০৬ ১১১ ২২২, ০১৮৪১ ৪৮০ ০০০ নম্বরে ডায়েল করতে বলা হয়েছে।

সোনালীনিউজ/আইএ