গত ২৪ ঘণ্টায় আরও ১১২ ডেঙ্গু রোগী হাসপাতালে

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এ সময়ে ডেঙ্গুতে মারা যাননি। 

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকাতে ৯৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২০ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ২১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ৮৩ জনের।

সোনালীনিউজ/এমএএইচ