জিকায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ২ বিলিয়নের বেশি মানুষ

  • অনলাইন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৬, ০৩:০৮ পিএম

আফ্রিকা এবং এশিয়ায় ২ বিলিয়নের (২০০ কোটি) বেশি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে এক গবেষণায় দেখা গেছে। বিজ্ঞানভিত্তিক জার্নাল দ্য ল্যানসেট ডিজিজ এ গবেষকরা এ তথ্য তুলে ধরেছেন।

গবেষণা বলেছে, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ায় এ ভাইরাস ছড়ানোর ঝুঁকি প্রবল। খবর বিবিসি।

তারা এক্ষেত্রে বিমান ভ্রমনকারীদের তথ্য-উপাত্ত বিশ্লষণ করে এ আশঙ্কা করছেন।

একইসঙ্গে গবেষণা বলছে, এ ভাইরাস প্রতিরোধের সক্ষমতা কিছু এলাকায় রয়েছে যা ঝুঁকি কমাতে সহায়তা করবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, বিশাল সংখ্যার এক জনগোষ্ঠী এমন পরিবেশে বাস করছেন যেখানে এ ভাইরাস প্রতিরোধ, সনাক্ত এবং প্রতিক্রিয়া জানানো খুবই কঠিন।

দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা এবং এশিয়ার জিকা আক্রান্ত দেশগুলিতে যাতায়াতকারী মানুষদের উপর তারা গবেষণা করছেন,  এবং এই জীবানুবহনকারী মশাদের উপরও।

সোনালীনিউজ/ঢাকা/এএম