ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ২২৪ জন। গত ২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই নিহত ও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।
এর আগের সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় পাঁচ হাজার ৩৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু নিয়ে ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৩ জন রোগী।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৩ জন রোগী।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১ জন রোগী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৪ জন রোগী।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৮ জন রোগী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৬ জন রোগী।
পিএস