রক্তক্ষরণে মৃত্যু আর নয়?

দেড় মিনিটেই বন্ধ হবে রক্তপাত

  • স্বাস্থ্য ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০১৭, ১০:০৩ পিএম

ঢাকা: অধিক রক্তক্ষরণে মৃত্যুর ঘটনা অহরহই ঘটে থাকে। মারাত্মকভাবে আহতদের রক্তক্ষরণ বন্ধ করতে না পারার কারণেই তারা ঢলে পড়ে মৃত্যুর কোলে। যুদ্ধক্ষেত্রেও সেনাদের মৃত্যুর পেছনেও থাকে এ ঘটনা। বহুকাল ধরে দ্রুত রক্তজমাট বাঁধার উপায় খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। আর এক্ষেত্রে সফলতার মুখ দেখলেন দুই ভারতীয় বিজ্ঞানী।

বেঙ্গালুরুর দুই বিজ্ঞানী এম এস সন্তোষ এবং দিবাকর এম বি’র দাবি, তারা গবেষণাগারে তৈরি করে ফেলেছেন এমন এক ধরনের স্পঞ্জ, যা মুহূর্তেই রক্ত তঞ্চনে সক্ষম। ডিএপিজিএস (কার্বক্সাইল-লিঙ্কড গ্রাফিন স্পঞ্জ) নামক এই স্পঞ্জ গভীর ক্ষতস্থানে প্রয়োগ করলে ৯০ সেকেন্ডের মধ্যেই রক্তপাত কমে যাবে বলে দাবি করছেন তারা।

সম্প্রতি জ্যোতি ইনস্টিটিউট অব টেকনোলজির সেন্টার ফর ইনকিউবেশন, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির গবেষণাগারে এমনই ‘আজব’ স্পঞ্জ তৈরি করেছেন বিজ্ঞানী সন্তোষ ও দিবাকর। তাদের এই আবিষ্কার খুলে দিতে পারে নতুন দিগন্ত।

সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সন্তোষ জানিয়েছেন, ‘যুদ্ধক্ষেত্রে সেনাদের কথা মাথায় রেখেই এই বিশেষ স্পঞ্জ তৈরি করেছি আমরা। যা খুব সহজেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে।’ তবে এই আবিষ্কার যে গুরুতর আহতদেরও সাহায্য করবে তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

কীভাবে রক্ত তঞ্চনে সাহায্য করে ডিএপিজিএস স্পঞ্জ?
ক্রস লিঙ্ক গ্রাফিন মেটিরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই স্পঞ্জ। যাতে থাকে দ্রুত শুষে নেয়ার ক্ষমতা। পাশাপাশি এই স্পঞ্জে থাকে মেডিকেল অ্যামাইনো অ্যাসিড এবং বায়োকম্পাটিবল প্রোটিন। যা যেকোনো ধরনের সংক্রমণের হাত থেকে ক্ষতস্থানকে রক্ষা করে।

বিজ্ঞানী দিবাকরের দাবি, ‘ডিএপিজিএস স্পঞ্জ শুধু ভালো আর দ্রুত কাজ করে তাই নয়, এর দামও বেশ সস্তা।’ বাজারে আসার অপেক্ষায় দিন গুনছে ডিএপিজিএস। দুই বিজ্ঞানী জানাচ্ছেন, এই স্পঞ্জের পেটেন্ট নেয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। পাশাপাশি, পর্যাপ্ত মূলধন জোগাড় করে গবেষণা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে সমানতালে।

সেনাবাহিনীর জন্য কিছু করবেন, ছোটবেলা থেকেই এমন ইচ্ছা ছিল দুই বিজ্ঞানীরই। সেই ‘কিছু করার’ ইচ্ছাটার বাস্তব প্রয়োগ করতে গিয়ে একেবারে যেন ‘সঞ্জীবনী সুধা’ আবিষ্কার করে ফেললেন তারা। তাদের এই নতুন আবিষ্কারে শুধু সেনাবাহিনী নয়, উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষও।

সোনালীনিউজডটকম/এন