প্রধানমন্ত্রীর নামে হচ্ছে বার্ন ইনস্টিটিউট

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ০৩:১৯ পিএম

সোনালীনিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানীতে আন্তর্জাতিক মানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে সরকার রাজধানীর চাঁনখারপুল এলাকায় ঢাকা মেডিকেল কলেজের পাশে একটি আন্তর্জাতিক মানের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এটির নাম হবে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভব হলে সেখানেই এ প্রতিষ্ঠান হবে। আগামী মাসেই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আমরা আশা করছি।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আমা