কান ব্যথা সারাতে পেঁয়াজ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০১৬, ০৫:০৭ পিএম

সোনালীনিউজ ডেস্ক

যেকোনো ব্যথাই কষ্টদায়ক। আর কান ব্যথা মনে হয় একটু বেশিই কষ্টদায়ক। তবে পেঁয়াজের ব্যবহারে কান ব্যথা উপশম করা সম্ভব। পেঁয়াজে রয়েছে সংক্রমণ দমনকারী এক পদার্থ, যা কানের ব্যথা বা সংক্রমণে বেশ উপকারী।

প্রথমে একটি বা দুটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিন, তারপর গরম করুন এবং গরম পেঁয়াজের টুকরোগুলো একটি পরিষ্কার কাপড়ে ঢেলে পুটলি বেঁধে নিন।
লক্ষ্য রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত গরম না হয়। পুটলিটাকে যেখানে ব্যথা বা ফোলা সেখানে আধঘণ্টা ধরে রাখুন। ব্যথা দূর হয়ে যাবে। কানের ব্যথা সারানোর আরো একটি উপায় হচ্ছে, কানে ব্যথা হলে গরম অলিভ ওয়েলে একটি ছোট নরম কাপড় ভিজিয়ে সেটা কানের ঠিক পেছনে কয়েক মিনিট চাপ দিয়ে রাখুন। দেখবেন এতে অনেক আরাম বোধ করছেন এবং ব্যথাও কমে গেছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন