পিঁপড়া মুক্ত করুন আপনার ঘর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৬, ০১:৫৮ পিএম

সোনালীনিউজ ডেস্ক

আপনি পিঁপড়া নিয়ে সমস্যায় পড়েন না, এমনটা ভাবা দুরূহ। চলতে বসতে পিঁপড়ার জ্বালায় অনেক গৃহিনী হাল ছেড়ে দিয়ে বসে থাকেন। তাছাড়া খাবারের মধ্যে পিঁপড়ার উপস্থিতি বিরক্তির কারণ ,সাথে স্বাস্থ্যঝুকি তো আছেই। যেভাবে ঘর থেকে পিঁপড়া দূর করবেন।

১.ইউক্যালিপটাস গাছের তেল পিঁপড়া তাড়াতে দারুণ ভূমিকা রাখে। ঘরের যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে ইউক্যালিপটাস গাছের তেল অল্প করে ছড়িয়ে রাখুন। দেখবেন খুব দ্রুতই পিঁপড়া দূর হয়ে যাবে।

২.বেকিং সোডার সাথে চিনি এবং ইস্ট মিশিয়ে পিঁপড়া আসার পথে ফেলে রাখতে পারেন। চিনির লোভে পিঁপড়া দৌড়ে আসবে। এরপর বেকিং সোডা ও ইস্টের কারণে খুব সহজেই মারা পড়বে পিঁপড়ার দল।

যেকোন ১টি নিয়মের যে কোনো একটি প্রয়োগ করলেই আপনার ঘর হবে একেবারেই পিঁপড়া মুক্ত, কিছুদিন পর পর এই নিয়ম প্রয়োগ করুন।

সোনালীনিউজ/এন