অবশেষে লন্ডন ব্রিজে হামলাকারীর পরিচয় প্রকাশ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ১১:৪২ এএম

ঢাকা : যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলাকারীর পরিচয় অবশেষে প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই হামলাকারীর নাম উসমান খান।  সন্ত্রাসী কার্যক্রমের দায়ে এর আগেও জেল খেটেছেন তিনি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেল বাসু বলেন, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ২০১২ সালে গ্রেফতার হয়েছিলেন উসমান। পরে ২০১৮ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান তিনি।

দ্যা টাইমস জানিয়েছে, চলাফেরা পর্যবেক্ষণে শরীরের ইলেকট্রিক ডিভাইস লাগাতে রাজি হওয়ার পর গত বছর জেল থেকে ছাড়া পেয়েছিলেন ওসমান।

এর আগে শুক্রবার দুপুরে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলায় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে দু'জন পরে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে নিহত হয়। পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। এ সময় ধস্তাধস্তি চলতে থাকে। কয়েকজন পথচারী তাকে জড়িয়ে ধরে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ছুরি হাতে থাকা ব্যক্তি আহত হয়। পরে তার মৃত্যু হয়।

গুলির শব্দ শুনে ব্রিজের ওপর লোকজন ছোটাছুটি শুরু করে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পরে তারা সাধারণ মানুষকে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়। এ ঘটনার পর ব্রিজে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ভিডিও ফুটেজের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, ব্রিজের ওপর আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের দক্ষিণাংশে এক ব্যক্তিকে কয়েকজন মিলে পেটাচ্ছিল। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস একে 'বড় ঘটনা' বলে ঘোষণা করেছে।

সোনালীনিউজ/এএস