অমুসলিমদের নাগরিকত্ব বিলের কপি লোকসভায় দাঁড়িয়ে ছিঁড়লেন ওয়াইসি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৯:০৬ এএম

ঢাকা : অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলেমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বিতর্কিত অমুসলিমদের নাগরিকত্ব (সংশোধনী) বিলের একটি কপি লোকসভায় দাঁড়িয়ে সকল এমপিদের দেখিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি বলেন এই বিল দেশ ভাগ করার একটা ষড়যন্ত্র।

এর আগে বিলের ওপর শুনানিকালে ওয়াইসি বলেন, এই আইন দেশের সংবিধান পরিপন্থী। এর ফলে দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়ে যাবে আর মুসলমানরা হারাবে রাষ্ট্র।

তিনি বলেন, এই আইন ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করতে করা হচ্ছে।  এভাবে মুসলমানদের রাষ্ট্রহীন করতে যেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।  এই বলে ওয়াইসি নাগরিকত্ব বিলের একটি কপি ছিঁড়ে ফেলেন।

এসময় বিজেপি নেতারা বলেন, ওয়াইসি’র এই কাজ সংসদকে অপমান করেছে।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশ করলেন সোমবার। তিনি তীব্র ভাবে প্রতিবাদ করে জানান, কোনও ভাবেই এই বিল সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করছে না। সোমবার লোকসভায় এই বিল পেশ করার পর কংগ্রেস সাংসদরা আপত্তি জানায়, এই বিল মুসলিমদের বিরুদ্ধে। অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল ‘‘এমনকী ০.০০১ শতাংশ'' ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

সোনালীনিউজ/এএস