৩০ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০১:১৯ পিএম

 

ঢাকা : ভারতের প্রজাতন্ত্র দিবসের সকালে তিনটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে আসামে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তিন জায়গায় বিস্ফোরণ হয়। তবে এই হামলায় কেউ হতাহত হননি।

রোববার (২৬ জানুয়ারি) দেশ যখন ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখনই সাত সকালে অসমের ডিব্রুগড়, চড়াইদের ও দুলিয়াজানে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিস্ফোরণের পেছনে আসামের নিষিদ্ধ সংগঠন উলফার হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে উলফা আজ মানুষকে প্রজাতন্ত্র দিবস পালন-না করার ডাক দিয়েছিল। এই দিন তারা সাধারণ ধর্মঘট পালন করব বলেও ঘোষণা করেছিল সংগঠনটি। মানুষ যাতে এই বিশেষ দিনে বাড়ির বাইরে না-বেরোয়, সেই আবেদন জানিয়েছিল তারা। শুধু আসামই নয়, উত্তর-পূর্বের বাকি অংশেও তারা স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে। সেই কারণে অশান্তি ও নাশকতা আঁচ করে কড়া পাহারা রাখা হয়েছে। রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহলদারি। 

সোনালীনিউজ/এএস