ইয়েমেনে ২০০ মেরিন সেনা মোতায়েন করল আমেরিকা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০১৬, ০৬:৫৪ পিএম

ইয়েমেনে দুইশ'র বেশি মেরিন সেনা মোতায়েন করেছে আমেরিকা। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হাজারামাউতের বন্দর নগরী মুকালায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে- মুকালা একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং সেখানে তেল টার্মিনাল রয়েছে। এদিকে, এডেন উপসাগরের উপকূলে মোতায়েন করা হয়েছে হামলার কাজে ব্যবহৃত উভচর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার। এতে ১২০০'র বেশি নৌ এবং মেরিন সেনার পাশাপাশি কয়েকটি সাঁজোয়াযান রয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় উপকূল বর্তমানে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের নামে এসব সেনা মোতায়েন করা হয়েছে।

গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আন্দ বিমান ঘাঁটিতে একটি অ্যাপাচি ও ছয়টি ব্ল্যাক হক হেলিকপ্টার পৌঁছেছে। ইয়েমেন থেকে সেনা সরিয়ে নেয়ার এক বছর পর আবার দেশটিতে সেনা মোতায়েন করল আমেরিকা।

সোনালীনিউজ/ঢাকা/আকন