জাকার্তায় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ৬

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৬, ১২:২২ পিএম

সোনালীনিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি অভিজাত শপিংমলে বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। কাছাকাছি সময়ে ছয়টি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত হয়েছেন অন্তত ছয়জন।
এরপর সেখানে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ছয়জন বলে খবর পাওয়া গেছে। 
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এর মধ্যে একটি বিস্ফোরণের পেছনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা থাকতে পারে।
বিবিসির খবরে বলা হয়, জাকার্তায় দেশটির প্রেসিডেন্ট ভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছে সারিনাহ শপিং সেন্টারের বাইরে প্রথমে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের পর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে হামলাকারীরা।
পুলিশ মনে করছে, এটা একটি বোমা হামলা। তবে এ হামলা কারণ এখনো জানা যায়নি। নিহতদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রয়টার্সের একজন ফটোসাংবাদিক জানিয়েছেন, তিনি রাস্তায় তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।
দেশটিতে এর আগে ইসলামী জঙ্গিদের হামলার কারণে উচ্চসতর্কতা জারি করা হয়।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বাসিন্দাদের বাড়ির বাইরে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ডগলাস জানান, প্রথম বোমা বিস্ফোরণস্থল থেকে তারা ১৫ মিটার দূরে অবস্থান করেছিলেন। বিস্ফোরণের পর তারা তাদের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনবার তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা যখন কার্যালয়ের ১০ তলায় পৌঁছান, তখন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠবারের মতো বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। রাস্তায় তখনও বন্দুকযুদ্ধ চলছিল। খবর রয়টার্স ও বিবিসি, আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়ার। 
সোনালীনিউজ/আমা