নির্বাচনের ৫ মাস পর আশরাফ ঘানিকে জয়ী ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৯:৫০ এএম

ঢাকা : আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানিকে দীর্ঘ বিতর্ক শেষে প্রায় পাঁচ মাস পর জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ ঘানি। জয়ের জন্য দরকার ছিলো ন্যুনতম ৫০ শতাংশ ভোট। প্রতিপক্ষ প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯.৫ শতাংশ ভোট।

এই জয়ের মধ্যদিয়ে আশরাফ ঘানি আবারও আগামী পাঁচ বছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করছেন। তবে বিরোধী দলীয় রাজনীতিকরা এই ফল নিয়ে প্রশ্ন তুলেছেন।

গনির প্রতিপক্ষ আব্দুল্লাহ আব্দুল্লাহর সমর্থকরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ঘানির পক্ষে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং প্যারালাল সরকার গঠনেরও হুমকি দিয়েছেন তারা।

আফগানিস্তানে একের পর এক তালেবান হামলা এবং নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে গেল বছরের ২৮ সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এএস