ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রুশ যুদ্ধবিমান তাড়ালো তুরস্ক (ভিডিও)

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ১১:২৭ এএম

ঢাকা : রাশিয়ার যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তুরস্ক ও তার মিত্ররা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এটির ভিডিও প্রকাশ করা হয়েছে। অবশ্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। তুরস্কের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধবিমানে আঘাত হানতে পারেনি।

প্রকাশিত স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিওতে দেখা যায়, সিরিয়ার ইদলিব প্রদেশের একটি ভবনের ছাদ থেকে তুর্কি সামরিকবাহিনীর সদস্য ও তাদের মিত্ররা রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিন্তু ক্ষেপণাস্ত্রটি রুশ যুদ্ধবিমানে আঘাত হানতে ব্যর্থ হয়।

এর আগে বৃহস্পতিবার আরও একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, রাশিয়ার সুখোই সু-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত করতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহীরা। অবশ্য ওই ক্ষেপণাস্ত্রও রাশিয়ার যুদ্ধবিমানে আঘাত হানতে পারেনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সিরিয়া ইস্যুতে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটির মুখোমুখি অবস্থানের কারণে যুদ্ধেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সোনালীনিউজ/এএস