করোনায় মৃত্যু ১৬৫২৪ জনের

১৯৫ দেশ ও অঞ্চল আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০১:৫১ পিএম

ঢাকা : বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের।

করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রদানকারী ওয়েবসাইট প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ও মিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ঊনআশি হাজার ৮০ জন।

আর এতো সব খারাপ সংবাদের ভাল খবর হলো, আক্রান্তদের মধ্যে ১ লাখ দুই হাজার ৪২৩ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ৬ হাজার ৭৭ জনের। এরপরে চীনে দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার ২৭৭ জন। তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে দুই হাজার ৩১১ জন। করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়া লোকের মধ্যে অর্ধেকেরও বেশি উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ায়। অঞ্চলটি এখন এখন মৃত্যুপুরী।

সোনালীনিউজ/এমটিআই