করোনায় মৃত্যুর মিছিল ৩০ হাজার ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৭:০৮ এএম

ঢাকা : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুমিছিল চলছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

শনিবার (২৯ মার্চ) রাত ১১টা পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ২শত ২৯ জন দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে আরও ৮৮৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ২৩ জন।

ওয়ার্ল্ডোমিটারসের লাইভ তথ্যমতে, ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৮৫ হাজার ৩৭৭ জন সংক্রমিত হয়েছেন । এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের। আক্রান্তের দিক থেকে এরপরই চীনের অবস্থান।

তবে করোনায় মৃত্যুর দিক থেকে চীনকেও ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ ইতালি। সেখানে একদিনেই ৭১২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে দেশটির মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

অপরদিকে বাংলাদেশও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। দেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে পাঁচজনের। এছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।

সোনালীনিউজ/এমটিআই